৫.৭ নারী কনসোর্টিয়াম এর সহযোগীতায় সিলেটে রাজমিস্ত্রী/বার বাইন্ডার প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ঞঙঞ) কোর্সঃ
গত ২৯-৩০ এপ্রিল ২০১৪ সিলেট রাজমিস্ত্রী/বার বাইন্ডারদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ঞঙঞ) আয়োজন করা হয়। নারী কনসোরর্টিয়াম এর সহযোগীতায় এইচবিআরআই ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে কোর্সটি পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী এবং অন্যান্য পেশাজীবীগণ অংশ গ্রহণ করেন।
৫.৮ হোলসিম সিমেন্ট কোম্পানী ও নারী কনর্সোটিয়ামের সহযোগিতায় প্রকৌশলী ও স্থপতিদেও প্রশিক্ষণ চলমান রয়েছে ঃ
ইতিমধ্যে প্রায় ২০০ স্থপতি ও প্রকৌশলী প্রশিক্ষণের আওতায় এসেছে।