Wellcome to National Portal
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০২২

পরিচিতি



হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এখন সাধারণ দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং ইনস্টিটিউটের কার্যাবলি পরিচালনা পরিষদের উপর ন্যস্ত রয়েছে। পরিচালক পরিষদের সেক্রেটারি এবং ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা। বছরের পর বছর ধরে ইনস্টিটিউট পরীক্ষা/গবেষণা কাজের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা তৈরি করতে সক্ষম হয়েছে এবং দেশে এবং বিদেশে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের জন্য উপযুক্ত সংখ্যক যোগ্য প্রকৌশলী/স্থপতি/বিজ্ঞানী নিয়োগ করতে সক্ষম হয়েছে। স্থানীয় এবং বিদেশী উভয় ক্ষেত্রেই গবেষণা কর্মীদের উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা করা হচ্ছে এবং এটিই গবেষণা ও উন্নয়ন নীতির মূল ভিত্তি। ইনস্টিটিউটে মোট ১৫৩ জন কর্মী রয়েছেন যার মধ্যে ৩৩ জন গবেষণা গবেষণা কর্মী রয়েছে। নিম্নলিখিত বিভাগ এবং বিভাগের মাধ্যমে এখন গবেষণা ও ডি প্রোগ্রাম সহ সমস্ত কার্যক্রম সম্পাদন করা হচ্ছে।

বিভাগ:

 ১) নির্মান ও কাঠামো বিভাগ।

 ২) মৃত্তিকা বিভাগ।

 ৩) গৃহায়ন বিভাগ।

 ৪) নির্মাণ উপকরণ বিভাগ।

সেকশন:
১) প্রশাসনিক ও হিসাব বিভাগ।
২) তথ্য এবং ডকুমেন্টেশন বিভাগ।
৩) সম্প্রসারণ এবং প্রচার উইং।
৪) প্রশিক্ষণ সেল।