Wellcome to National Portal
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

মহাপরিচালক এর বাণী

                                                                                          

    বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। একটি আদর্শ বাসস্থান মানুষকে তাঁর কর্মোদ্দীপনা, স্বাচ্ছন্দ্য ও পারিপার্শ্বিক অবস্থার উন্নতিতে সহায়তা করে থাকে। এ লক্ষ্যে  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গবেষণা, প্রচার, প্রসার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করা। সরকারের এই উদ্দেশ্যকে সামনে রেখেই সকলের জন্য নিরাপদ, ব্যয় সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনীয় আবাসনের  লক্ষ্যে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন রকমের গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০৩০ সালের মধ্যেই যে SDG (এসডিজি) আমাদের  অর্জন করতে হবে, সে SDG (এসডিজি) এর ১১ নং goal এ বলা আছে- “Make cities and human settlement inclusive, safe, resilient and sustainable.”এসডিজির  এই লক্ষ্যকে সামনে রেখেই হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কাজ  করে যাচ্ছে। ঢাকা শহরে বিদ্যমান কাঠামোগুলো ভূমিকম্প সহনীয় কিনা তা মূল্যায়নের জন্য গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই গবেষণা কার্যক্রমে গণপূর্ত অধিদপ্তর এবং দেশি-বিদেশি একাধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এইচবিআরআই এর সাথে সম্পৃক্ত আছে। ঢাকা শহরকে নিরাপদ শহর হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠা করার পেছনে এই গবেষণা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এছাড়াও আবাসন খাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে ভবনের মান নিয়ন্ত্রণ ও মান নিরীক্ষণ এর কাজটি নিয়মিতভাবে করে যাচ্ছে এইচবিআরআই।

এইচবিআরআই দেশব্যাপী নিরাপদ ও টেকসই আবাসন এবং ভবন নির্মাণে মান নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় বিল্ডিং কোড প্রণয়ন ও হালনাগাদ করেছে। আবাসন ও ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর এইচবিআরআই নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে এইচবিআরআই উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে নানা ধরণের পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবন করা সম্ভব হয়েছে। পরিবেশবান্ধব, টেকসই, দুর্যোগসহনীয় আবাসন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।

ইনস্টিটিউটের উদ্দেশ্য ও লক্ষ্য এবং সরকারী নির্দেশনাসমূহ বাস্তবায়নসহ বর্তমানে প্রতিষ্ঠানে গবেষণা কাজের যে গতি সঞ্চার হয়েছে, এ ধারা অব্যাহত থাকলে সরকার ঘোষিত লক্ষ্য ‘সকলের জন্য আবাসন’ অর্জনে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্র্চ ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।