Wellcome to National Portal
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২২

বিকল্প নির্মাণ উপকরণ সরবরাহ

পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব ও ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও প্রয়োগ

দেশের উন্নয়ন কর্মকান্ডে পোড়া ইটের ব্যাপক ব্যবহারের ফলে প্রতি বছর শতকরা ১ ভাগ হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। চলমান পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ব্যাহত হবে এবং পরিবেশ দূষণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাবে।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে নিম্নরূপ অনুশাসন প্রদান করেন,-

 

  1. মন্ত্রণালয়ের অধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ সামগ্রী সংশ্লিষ্ট উদ্ভাবন ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। গবেষণালব্ধ ফলাফল সঠিক প্রয়োগ ও ব্যবহারের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
  2. আশ্রয়ন প্রকল্পে এবং পল্লী জনপদ প্রকল্পে ফেরোসিমেন্টের ব্যবহার শুরু করতে হবে।
  3. নদী ড্রেজিংকালে যে বালি পাওয়া যায় তা দিয়ে হলোব্লক তৈরী করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একই সাথে প্রাপ্ত কাদামাটি হতে পরিবেশ বান্ধব ইট প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

পোড়ানো ইট ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ সরকারী নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সাথে বিবেচনা করে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ ও কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহার করে পোড়ানো ইটের ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে শুন্যে নিয়ে আসার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উল্লেখ রয়েছে, "Housing and Building Research Institute will focus on brining Innovation including alternatives to traditional bricks with a target of achieving zero use of agricultural top soil for brick production".

 

 

বাংলাদেশে সব ধরণেরপাকা বাড়ি নির্মাণে মাটি পোড়ানো ইটের ব্যবহার সর্বাধিক। প্রচলিত পদ্ধতিতে ইট নির্মাণে যে মাটি ব্যবহার হয় তা কৃষি জমির উপরিভাগ থেকে সংগ্রহ করা হয়। যার ফলে আমাদের কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে যা আমাদের খাদ্য নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে তুলছে। সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ একর কৃষি জমি নষ্ট হচ্ছে যা মোট চাষযোগ্য জমির এক শতাংশের বেশি। এই ৭০০ একর জমির শতকরা ৮০ ভাগ ব্যবহার হচ্ছে অপরিকল্পিত গ্রামীণ আবাসনের কারণে এবং শতকরা ১৭ ভাগ পোড়ামাটির ইট ভাটার কারণে। তাছাড়া এই ইট পোড়াতে কয়লা, কাঠ বা গ্যাস ব্যবহার করা হয়। ইটের ভাটা থেকে নির্গত ধোয়া আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ দূষণ বিবেচনায় বাংলাদেশে বছরে কার্বন নিঃসরণের পরিমাণপ্রায় ৪০মিলিয়ন টন, যার ৯মিলিয়ন টন অর্থাৎ প্রায় ২২.৫% নিঃসরণের হার ইট ভাটা থেকে। অধিক হারে জ্বালানি কাঠের ব্যবহার এক দিকে যেমন বনভূমি উজাড় করছে অন্যদিকে পরিবেশে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে। এই সকল বিষয় বিবেচনা করে এইচবিআরআই মাটিপোড়ানো ইটের বিকল্প নির্মাণ প্রযুক্তি উদ্ভাবন ও প্রচলনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।

 

Compressed Stabilized Earth Block (CSEB)

ড্রেজিং সয়েলের সাথে ১০% সিমেন্ট মিশিয়ে চাপ প্রয়োগের (compression) মাধ্যমে Compressed Stabilized Earth Block (CSEB) তৈরি করা হয়।

সুবিধা সমূহঃ

  • কৃষি জমরি উপরভিাগরে মাটি ব্যবহার রোধ করণ।
  • বনজ সম্পদ ব্যবহার রোধ।
  • র্কাবন নর্গিমন হ্রাস করণ।
  • নদ নদীর নাব্যতা রর্ক্ষাথে ড্রজেং সয়েলের সয়েলের ব্যবহার।
  • পরিবেশ সুরক্ষা।
  • দেশের প্রত্যন্ত এলাকায় র্কমসংস্থানরে সুযোগ তরৈি করা।

Compressed stabilized Earth Block (with jute fiber)

নদীর ড্রেজড সয়েলের সাথে আনুপাতিক হারে সিমেন্ট, বালি মিশিয়ে মেশিনে চাপ প্রয়োগ করে ঈঝঊই তৈরী করা হয়। এই ব্লকের অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও দেখা য়ায় যে, পরিবহন ও অন্যান্য কারণে এর শার্প কর্ণারগুলো ক্ষয়প্রাপ্ত হয় যা প্লাস্টার বিহীন দেয়াল তৈরীর উপযোগিতা হারায়। এই সমস্যা সমাধানের জন্য এর সাথে কিছু পরিমাণপাটের আঁশব্যবহার করা হয়। ফলে দেখা যায় যে প্রাপ্ত ঈঝঊইএর শার্প কর্ণারগুলোর ক্ষয়হ্রাস পেয়েছে এবং এই ধরণের CSEB, destructive test -এ সম্পূর্ণভাবে চুর্ন বিচূর্ণ না হয়ে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে যা ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সহায়ক।

সুবিধা সমূহঃ

  • পাটের আঁশ ব্যবহার করে ইটরে গুনাগুন সুরক্ষা।
  • বিশেষ করে ইটরে র্কনার গুলোতে ভাঙ্গন রোধ করা।

 

Interlocking Block

নদীর ড্রেজড সয়েলের সাথে আনুপাতিক হারে সিমেন্ট ও বালু মিশিয়ে মেশিনে চাপ প্রয়োগ করে ইন্টারলকিং ব্লক তৈরি করা হয়। Alternate Interlocking Mechanism থাকার ফলে এই ব্লক দিয়ে কোন প্রকার মর্টার ছাড়াই ভারবাহী দেয়ালের গাঁথুনি করা সম্ভব। ইন্টারলকিং ব্লক নির্মিত দেয়ালে নির্দিষ্ট দূরত্ব পরপর উলম্ব ছিদ্র বরাবর রড ব্যবহার পূর্বক মর্টার কাস্টিং করে এবং নির্দিষ্ট উচ্চতায় আনুভূমিক বীম কাস্টিং করে একে ঋৎধসব ঝঃৎঁপঃঁৎব হিসেবে ডিজাইন করা যায়।

সুবধিা সমূহঃ

  • নির্মাণ  উপকরণরে সাশ্রয়
  • কোন প্রকার র্মটার বহিীন নির্মাণ ।
  • স্বল্প সময়ে নির্মাণ ।
  • স্বল্প ব্যায় এ নিমাণ।            

থার্মাল ব্লক

বাংলাদেশে গতানুগতিক তৈরী ইটের বহুল ব্যবহার হয়ে আসছে। এই ইট তৈরিতে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি বহুল ব্যবহৃত হয় এবং প্রচুর পরিমাণ জ্বালানী প্রয়োজন হয় যা দেশের বনজ সম্পদ এবং কৃষি জমি হ্রাসের অন্যতম কারণ। অপরদিকে সিমেন্ট বালু দিয়ে তৈরি ইট ব্যয়বহুল ও ওজনে ভারী। এ সকল বিষয় বিবেচনা করে এইচ বি আর আই এর গবেষণাগারে সিমেন্ট তৈরি ব্লকের মাঝে হালকা ওজনের পলিস্টাইরিন শীট ব্যবহার করে হালকা ও ব্যয় সাশ্রয়ী ইট তৈরি করা হচ্ছে।

সুবধিাসমূহঃ

  • ওজনে হালকা ফলে ভূমকিম্পে সহনীয় ।
  • তাপ নিরোধক হওয়ায় গ্রীস্মকালে  ও শীতকালে আরাম দায়ক ও বিদ্যুৎ সাশ্রয়ী।
  • শব্দ নিরধক গুনাগুন সম্পন্ন।
  • পরিবেশ ও কৃষি বান্ধব।

 

 

Concrete Hollow Block

কনক্রিট হলো ব্লক Concrete Hollow Block বিভিন্ন ধরণের ভারবাহী বা অ-ভার বাহী দেয়াল নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় সাইজের এ কনক্রিট ব্লক ব্যবহারের ফলে সংযোগ সংখ্যা কমবে এবং মর্টার এর ব্যবহার কম হবে। হলো ব্লক ভাল অন্তরক হিসাবে কাজ করে এবং শব্দ, তাপ ও আদ্রতা প্রতিরোধক। ২০% সিমেন্ট এবং ৮০% বালি মিশিয়ে এই ব্লক তৈরী করা হয়।

সুবধিা সমূহঃ

  1. কৃষি জমি ও বনজ সম্পদরে অপচয় রোধ।
  2. কোন জ্বালানীর প্রয়োজন হয় না।
  3. পরিবেশের ভারসাম্য নষ্ট  করে না ।
  4. সারা বছর ব্যাপী উৎপাদন করা সম্ভব।
  5. শব্দ শোষন ক্ষমতা বেশি
  6. অগ্নি ও তাপ নিরোদক অধকি র্কাযক্ষম।
  7. স্থায়ত্বিকাল ও কাঠামোগত ভারসাম্য বেশি

 

 

ফেরো-সিমেন্ট স্যান্ডউইচ প্যানেল

পলিস্টাইরিন শিটের দুই দিকে ফেরো সিমেন্ট প্রযুক্তি ((wire mesh এবং মর্টার ) ব্যবহার করে ফেরো-সিমেন্ট স্যান্ডউইচ প্যানেল (sandwich panel) তৈরি করা হয়। এই প্যানেল বিল্ডিং এর দেয়ালের পাশাপাশি ছাদেও ব্যবহার করা যায়। এর কাঠামো মেকানিকেল পদ্ধতিতে তৈরি করা হয় বলে তা অধিকতর সুষম, শব্দ ও তাপরোধী, ভারবাহী ক্ষমতাসম্পন্ন। Sandwich Panel এর অন্যতম সুবিধা হচ্ছে এই প্যানেল দিয়ে অল্প সময়ে প্রি-ফেব্রিকেটেড

গৃহ নির্মাণ করা সম্ভব।

সুবধিা সমূহঃ

  • অধিকতর সুষম.
  • শব্দ ও তাপরোধী.
  • ভারবাহী ক্ষমতাসম্পন্ন.
  • অল্প সময়ে প্রি-ফেব্রিকেটেড গৃহ নির্মান করা সম্ভব