স্বাধীনতা উত্তর বাংলাদেশ দেহজ নির্মাণ উপকরণ ও সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিপুল জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব, টেকসই ও ব্যবসাশ্রয়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১৯৭৫ সালের ১৩ই জানুয়ারি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা হয়। যা পরবর্তীতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ লাভ করে।১৯৭২ সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লিখিত সংবিধান। সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের অন্যতম মৌলিক চাহিদ হিসেবে নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সংবিধানের ১৬ নং অনুচ্ছেদের নগর ও গ্রামের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রাম অঞ্চলে বিদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পীর বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ -ব্যবস্থা ও জনসাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করা হয়েছে। প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই আলোকে এইচপিআরআই ইতিমধ্য স্যান্ড সিমেন্ট সলিড ব্লক, থার্মাল ব্লক ,নন ফায়ার সলিডিফিকেশন ব্লক, সিএসইবি, এএসি ব্লক ইত্যাদি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবন করেছে। এতে করে একদিকে যেমন পরিবেশে সুরক্ষা হচ্ছে অন্যদিকে আমাদের কিছু জমির উপরিভাগ তথা টপ সয়েল রক্ষা পাচ্ছে।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের গবেষণার পাশাপাশি উদ্ভাবিত নির্মাণ উপকরণ/প্রযুক্তি বিপণন ও সম্প্রসারণ, ব্যক্তি/প্রতিষ্ঠানকে গ্রাহেন ও নির্মাণ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করে থাকে। নির্মাণ শিল্পের মান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে এইচবিআরআই নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন পরিবেশবান্ধব ও ঠিক সে আবাসন নির্মাণ কার্যক্রমে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
পত্র প্রতিষ্ঠান থেকে এক নজরে হাউজিং এন্ড বিল্ডিং ইন্সটিটিউট শিরোনাম একটি প্রকাশনা নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে । উক্ত প্রকাশনাটির নভেম্বর ২০২১ সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় আমি প্রকাশনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান এই প্রকাশনায় প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত বিগত সময়ের উল্লেখযোগ্য বিষয়টিসহ সাম্প্রতিক কার্যক্রমের সচিত্র বিবরণ সন্নিবেশ করা হয়েছে তাছাড়াও প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য গবেষণা কার্যক্রম সম্পর্কেও সম্মুখীন ধারণা প্রদান করা হয়েছে।তাছাড়া প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য গবেষণা কার্যক্রম সম্পর্কে ও সমগ্র ধারণা প্রদান করা হয়েছে। আশা করছি এই প্রতিষ্ঠানটি পাঠক মহলে প্রতিষ্ঠান কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রদানের ভূমিকা রাখবে।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এখন সাধারণ দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং ইনস্টিটিউটের কার্যাবলি পরিচালনা পরিষদের উপর ন্যস্ত রয়েছে। মহাপরিচালক পরিষদের সেক্রেটারি এবং ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা। বছরের পর বছর ধরে ইনস্টিটিউট পরীক্ষা/গবেষণা কাজের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা তৈরি করতে সক্ষম হয়েছে এবং দেশে এবং বিদেশে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের জন্য উপযুক্ত সংখ্যক যোগ্য প্রকৌশলী/স্থপতি/বিজ্ঞানী নিয়োগ করতে সক্ষম হয়েছে। স্থানীয় এবং বিদেশী উভয় ক্ষেত্রেই গবেষণা কর্মীদের উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা করা হচ্ছে এবং এটিই গবেষণা ও উন্নয়ন নীতির মূল ভিত্তি। ইনস্টিটিউটে মোট ১৪৮ জন কর্মী রয়েছেন যার মধ্যে ৪৮ জন গবেষণা গবেষণা কর্মী রয়েছে। নিম্নলিখিত বিভাগ এবং বিভাগের মাধ্যমে এখন গবেষণা ও ডি প্রোগ্রাম সহ সমস্ত কার্যক্রম সম্পাদন করা হচ্ছে।
বিভাগ:
১) নির্মান ও কাঠামো বিভাগ।
২) মৃত্তিকা বিভাগ।
৩) গৃহায়ন বিভাগ।
৪) নির্মাণ উপকরণ বিভাগ।
সেকশন:
১) প্রশাসনিক ও হিসাব বিভাগ।
২) তথ্য এবং ডকুমেন্টেশন বিভাগ।
৩) সম্প্রসারণ এবং প্রচার উইং।
৪) প্রশিক্ষণ সেল।