Wellcome to National Portal
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২২

পরামর্শ সেবা

দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ 

কম্প্রিহেনসিভ ডিজাষ্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (ঈউগচ) এর চাহিদা অনুযায়ী সিডর ও আইলা দূর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য এইচবিআরআই এর প্রযুক্তিতে দুর্যোগ সহনীয় ২০০টি প্রিকাষ্ট পুনঃব্যবহারযোগ্য বাড়ি খুলনা জেলার আইলা দূর্গত এলাকা দাকোপ উপজেলায় নির্মাণ সম্পন্ন করা হয়েছে।

 

৬.২ দ্বিতীয় অংশীদারিত্ব মূলক প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ৬(ছয়)টি উপজেলা প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্রের পরামর্শ প্রদান-

দ্বিতীয় অংশীদারিত্বমূলক প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ৬(ছয়)টি উপজেলায় ২২০০ বর্গফুট ক্ষেত্র বিশিষ্ট প্রস্তাবিত ৩(তিন) তলা অফিস ভবন নির্মাণে প্রয়োজনীয় কারিগরী সহায়তার জন্য প্রাণী সম্পদ ইনস্টিটিউট ও এইচবিআরআই এর মধ্যে ৮-৮-২০১০ তারিখে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা অনুযায়ী এইচবিআরআই ৫(পাচঁ)টি উপজেলার (ময়মনসিংহ সদর, পাবনা সদর, সাদুলল্ল্যাপুর উপজেলা, চারঘাট উপজেলা, বাঘা উপজেলা) অফিস ভবন নির্মাণের জন্য সাব-সয়েল ইনভেস্টিগেশন, স্থাপত্য নকশা, কাঠামো নকশা, ইলেকট্রিক্যাল নকশা, প্লাম্বিং নকশা ও প্রাক্কলনসহ টেন্ডার ডকুমেন্ট তৈরী কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

 

৬.৩ “বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের পরামর্শকের দায়িত্ব পালন -

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ২৭-৭-২০০৯ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে “বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের পূর্ত মেরামত কাজের পরামর্শক/উপদেষ্টা হিসাবে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে দায়িত্ব প্রদান করা হয়। ২০১০-২০১১ সালে ৪ (চার) টি মৎস্য গবেষণা কেন্দ্রের অবকাঠামো উন্নয়নে স্থাপত্য নকশা, কাঠামো নকশা এবং প্রাক্কলন প্রস্তুতসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে মেরামত ও সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ৯ (নয়) টি কেন্দ্রের পূর্ত ও মেরামত কাজের স্থাপত্য নকশা, কাঠামো নকশা এবং প্রাক্কলন প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে।

 

৬.৪ কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পে পরামর্শ প্রদান

এশিয়ার বৃহত্তম জলাধার কাপ্তাই লেকের সাথে আশেপাশের বিশাল জনগোষ্ঠির জীবন ও জীবিকা নানাভাবে সম্পৃক্ত থাকায় এবং দেশের প্রোটিনের চাহিদা মেটানোর লক্ষে লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্পের অবকাঠামো উন্নয়নে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট -কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয় ৮৯৪ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় চেকপোষ্ট, মোবাইল মনিটরিং সেন্টার, নার্সারী, অভয়ারণ্য ও হ্যাচারী নির্মানে এইচবিআরআই পরামর্শ প্রদানের দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে চেকপোষ্ট ও মোবাইল মনিটরিং সেন্টারের নক্সা ও প্রাক্কলন প্রস্তুত করে প্রয়োজনীয় পরামর্শ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে প্রদান করা হয় যার ডিপিপি-তে প্রাক্কলিত ব্যয় ৩০১ লক্ষ টাকা। ৩(তিন) বছর মেয়াদি এ প্রকল্পের অবশিষ্ট কাজগুলো ডিপিপি অনুযায়ী পর্যায়ক্রমে সম্পাদন করা হচ্ছে। 

 

৬.৫ জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ ভবন মেরামত, সংস্কার ও মজবুতকরন পরামর্শ প্রদান

  • বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের স্কুল ভবনের ত্রুটি মেরামত, সংস্কার ও মজবুতকরণ।
  • হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের মতিঝিলস্থ ৮তলা ভবনের ত্রুটিপূর্ণ ছাদের মেরামত, সংস্কার ও মজবুতকরণ।
  • ডেক পারসোনাল ট্রেনিং সেন্টার, নারায়নগঞ্জ একাডেমিক ভবনের ত্রুটিপূর্ণ ছাদের মেরামত, সংস্কার ও মজবুতকরণ।

 

৬.৬ ঐতিহাসিক গুরুত্বপূর্ন ঝুঁকিপূর্ণ ভবন মেরামত ও মজবুতকরন পরামর্শ প্রদান

 

৬.৬.১ কার্জন হল ভবন সংস্কারে এইচবিআরআই-এর পরামর্শ ঃ

 

৬.৬.২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংস্কারে এইচবিআরআই পরামর্শ ঃ

 

 সেবা গ্রহীতাদের তালিকা।