Wellcome to National Portal
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২৪

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
কর্তৃক ইতঃপূর্বে উদ্ভাবিত/ সহজিকৃত/ ডিজিটাইজকৃত সেবাসমূহের ডাটাবেজ হালনাগাদকরণ ও সেবাসমূহ অব্যাহত রাখা সংক্রান্ত প্রতিবেদন

২০২৩-২৪ অর্থবছর (২য় কোয়ার্টার)

 

ক্রম

ইতঃপূর্বে উদ্ভাবিত/ সহজিকৃত/ ডিজিটাইজকৃত সেবাসমূহের শিরোনাম

উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ

সেবা / আইডিয়াটির বর্তমান অবস্থা

সেবার লিংক

মন্তব্য

পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহের অবস্থান ও যোগাযোগের তথ্য সম্বলিত ডিজিটাল ম্যাপ

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দেশব্যাপী কনক্রিট ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের অবস্থান ও তথ্য সম্বলিত ডিজিটাল ম্যাপ প্রণয়ন করেছে। এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে এখন দেশের যেকোনো প্রান্ত থেকে বসে একজন মানুষ সহজেই তার নিজ এলাকার কাছাকাছি ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সকল তথ্য এবং সঠিক লোকেশন খুঁজে পাবেন। ‘জনগনের দোরগোড়ায় সেবা’ বর্তমান সরকারের এই উদ্দেশ্যকে সফল করতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রণীত এরুপ ডিজিটাল তথ্য ভাণ্ডার নির্মাণ উপকরণ সেক্টরে বাংলাদেশে প্রথম, যার মাধ্যমে উপকৃত হবেন নির্মাণকর্মী, প্রতিষ্ঠান, অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা এবং সর্বোপরি সাধারণ মানুষ। এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে বসে একজন নাগরিক সহজেই তার নিজ এলাকার কাছাকাছি ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সকল তথ্য এবং সঠিক লোকেশন খুঁজে পাচ্ছেন। বাস্তবায়নের পর হতে অদ্যাবধি ডিজিটাল ম্যাপটি ২ লক্ষের অধিক নাগরিক ব্যবহার করেছেন। ডিজিটাল এই ডাটাবেজের মাধ্যমে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনকারী অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তার উৎপাদিত পরিবেশবান্ধব ব্লকের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে, অদ্যাবধি এই ডিজিটাল ম্যাপিং এর ভিউ ২০০,৫৬০

www.hbri.gov.bd > কনক্রিট ব্লক সম্পর্কিত তথ্য > কনক্রিট ব্লক ম্যাপ

সেবার লিংক

 

নাগরিক সেবায় পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ ও টেকসই ভবন নির্মাণ সংক্রান্ত অনলাইন ট্রেনিং

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নাগরিক সেবায় এবং জনসাধারনের সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে পরিবেশবান্ধব নির্মান উপকরণ এবং টেকসই ভবন নির্মান সংক্রান্ত প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এসকল সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষনের মাধ্যমে সাধারণ নাগরিক পর্যায়ে পরিবেশ বান্ধব ভবন নির্মান ও নির্মান উপকরণের ব্যাপারে সচেতনতার পাশাপাশি মেসন ট্রেনিং এর মত আরও অনেক দক্ষতা বৃদ্ধিমুলক ট্রেনিং এর মাধ্যমে বিপুল পরিমান অদক্ষ মানুষের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ২০২০-২১ সালের ইনোভেশন কর্মপরিকল্পনার অংশ হিসাবে অত্র প্রতিষ্ঠানের এই জনহিতকর প্রশিক্ষণ কার্যক্রমকে অনলাইন সেবায় রুপান্তরের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার মানুষকেও প্রশিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করা হয়। সারাদেশ হতে কনক্রিট ব্লক উৎপাদনকারী উদ্যোক্তা, বাড়ি নির্মানে আগ্রহী সাধারণ নাগরিক, নির্মাণ ও প্রকৌশল সংক্রান্ত প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ প্রতিনিয়ত অংশগ্রহণ করছে।

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে,  ইতোমধ্যে ১৫০ জনের অধিক প্রশিক্ষণার্থী উক্ত সেবা গ্রহণ করেছেন। বর্তমানে অনলাইন ট্রেনিং সেবাটি চালু আছে।

www.hbri.gov.bd > ই-সেবা সমূহ > অনলাইন ট্রেনিং

সেবার লিংক

 

 


 

 

বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।             তারিখঃ ১৩ অক্টোবর ২০২২

 

ক্রমিক নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা,
সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/
আইডিয়ার নাম

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা / আইডিয়াটি
কার্যকর আছে কিনা/
না থাকলে কারণ

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

১।

পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহের অবস্থান ও যোগাযোগের তথ্য সম্বলিত ডিজিটাল ম্যাপ

     হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দেশব্যাপী কনক্রিট ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের অবস্থান ও তথ্য সম্বলিত ডিজিটাল ম্যাপ প্রণয়ন করেছে। এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে এখন দেশের যেকোনো প্রান্ত থেকে বসে একজন মানুষ সহজেই তার নিজ এলাকার কাছাকাছি ব্লক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সকল তথ্য এবং সঠিক লোকেশন খুঁজে পাবেন। ‘জনগনের দোরগোড়ায় সেবা’ বর্তমান সরকারের এই উদ্দেশ্যকে সফল করতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রণীত এরুপ ডিজিটাল তথ্য ভাণ্ডার নির্মাণ উপকরণ সেক্টরে বাংলাদেশে প্রথম, যার মাধ্যমে উপকৃত হবেন নির্মাণকর্মী, প্রতিষ্ঠান, অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা এবং সর্বোপরি সাধারণ মানুষ।

সেবাটি কার্যকর আছে

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

shorturl.at/cqWX7

২।

নাগরিক সেবায় পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ ও টেকসই ভবন নির্মাণ সংক্রান্ত অনলাইন ট্রেনিং

      হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নাগরিক সেবায় এবং জনসাধারনের সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে পরিবেশবান্ধব নির্মান উপকরণ এবং টেকসই ভবন নির্মান সংক্রান্ত প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এসকল সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষনের মাধ্যমে সাধারণ নাগরিক পর্যায়ে পরিবেশ বান্ধব ভবন নির্মান ও নির্মান উপকরণের ব্যাপারে সচেতনতার পাশাপাশি মেসন ট্রেনিং এর মত আরও অনেক দক্ষতা বৃদ্ধিমুলক ট্রেনিং এর মাধ্যমে বিপুল পরিমান অদক্ষ মানুষের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ২০২০-২১ সালের ইনোভেশন কর্মপরিকল্পনার অংশ হিসাবে অত্র প্রতিষ্ঠানের এই জনহিতকর প্রশিক্ষণ কার্যক্রমকে অনলাইন সেবায় রুপান্তরের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার মানুষকেও প্রশিক্ষিত করার উদ্দ্যোগ গ্রহণ করা হয়।

সেবাটি কার্যকর আছে

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

shorturl.at/hmtvV

৩।

মৃত্তিকা পরীক্ষার মাঠ পর্যায়ের কার্যক্রম সেবা গ্রহীতার নিকট সরাসরি অনলাইনে সম্প্রচার

      হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মৃত্তিকা বিভাগ কর্তৃক দেশের সরকারী ও বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ভবন ও অবকাঠামো নির্মাণের জন্য সাব সয়েল ইনভেস্টিগেশন এর কাজ দীর্ঘ সময় ধরে করে আসছে। দেশব্যাপি অত্র প্রতিষ্ঠানের সাব সয়েল ইনভেস্টিগেশনের এই সেবার মানগত দিক থেকে সুনাম বিদ্যমান আছে। উদ্ভাবনী কর্মপরিকল্পনার অংশ হিসাবে অত্র প্রতিষ্ঠানের এই সাব সয়েল ইনভেস্টিগেশনের মাঠ পর্যায়ের কাজ সরাসরি গ্রাহক পর্যায়ে সম্প্রচারের মাধ্যমে উক্ত কাজের স্বচ্ছতা এবং গুনগত মান বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

সেবাটি কার্যকর আছে

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

https://www.smfedhbri.
com/services

৪।

এইচবিআরআই এর নির্মান উপকরণ, স্থাপত্য ও কাঠামোগত নকশা অথবা মৃত্তিকা পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রশ্নের উত্তর অনলাইনে প্রাপ্তি

       হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ই-গভর্নেস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়নের অংশ হিসাবে ‘এইচবিআরআই এর নির্মান উপকরণ, স্থাপত্য ও কাঠামোগত নকশা অথবা মৃত্তিকা পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রশ্নের উত্তর অনলাইনে প্রাপ্তি’ শিরোনামে অত্র প্রতিষ্ঠানের তথ্য প্রদানের সেবাটি ডিজিটাইজেশন করা হয়েছে।

সেবাটি কার্যকর আছে

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

http://hbri.portal.
gov.bd/forms/
form/Opinion

৫।

এইচবিআরআই এর পরামর্শ সেবা

       হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সেবা প্রদান প্রতিশ্রুতিতে উল্লেখিত সেবাসমূহের সহজিকরনের লক্ষ্যে বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়নের অংশ হিসাবে ‘এইচবিআরআই এর পরামর্শ সেবা’ প্রক্রিয়া সহজিকরন করা হয়েছে। বর্তমানে প্রচলিত নিয়মানুসারে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিভিন্ন ডিভিশনের আওতায় প্রদত্ত পরামর্শ সেবা প্রদানের ১৬টি ধাপকে বর্তমানে সহজিকরনের মাধ্যমে ৯ ধাপে প্রদান করা সম্ভব হবে।

সেবাটি কার্যকর আছে

সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

প্রযোজ্য নয়